কম ঘনত্বের পাথর বা পাথরের কঙ্কর (Pumice)
আগের দিনে মানুষ ভাবত, সব পাথরই পানিতে ডুবে। আজকের যুগে আমরা জানতে পেরেছি যে এর ব্যতিক্রমও আছে। এক ধরেনের পাথর আছে যা পানিতে ভাসে।
কোন একটি বস্তুর নির্দিষ্ট আয়তনে কি পরিমান ভর আছে, তা ই হল ঐ বস্তুর ঘনত্ব। পানির ঘনত্ব হল ১ গ্রাম /, সোনার ঘনত্ব হল ১৯.৩ গ্রাম / । কাদার ঘনত্ব হল ১.২ গ্রাম /। কোন বস্তুর ঘনত্ব ১ গ্রাম / থেকে বেশি হলেই তা পানিতে ডুবে যাবে। অর্থ্যাৎ, কাদা ও পানিতে ডুবে যাবে। কিন্তু কাদা যদি উচ্চ তাপমাত্রার সংস্পর্শে আসে তাহলে তা শক্ত পাথরে পরিনত হয়। কিন্তু তার ভেতরে ফাঁপা জায়গা থেকে যায়। ফলে পাথরের ঘনত্ব পানির থেকে কম হয়। তাই, এ ধরনের পাথর পানিতে ভাসে। এ ধরনের পাথরকে কম ঘনত্বের পাথর বা পাথরের কঙ্কর বা পিউমিস বলা হয়ে থাকে।
পিউমিস পাথরই একমাত্র পাথর যা পানিতে ভাসে। গবেষণার মাধ্যমে বেরিয়ে এসেছে যে, পিউমিস পাথরই সবচেয়ে কম ঘনত্বের পাথর। কিন্তু কোরআনে (১০৫:৩-৪) এ বিষয়ে উল্লেখ করা হয়েছে প্রায় ১৪৫০ বছর আগে।
٤ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ ٣ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ
অর্থঃ এবং তিনি তাদের উপর (ঝাঁকে ঝাঁকে) আবাবীল পাখি পাঠিয়েছেন, এ পাখীগুলো তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করছিল?
He sent against them swarms of birds. Throwing at them rocks of pumice.
উপরের আয়াতে ‘সিজ্জিল’ শব্দের অর্থ হল কঙ্কর বা ফাঁপা কাদামাটির পাথর। কোরআনের (১০৫:৩-৪) আয়াতে ‘সিজ্জিল’ শব্দটি ব্যবহৃত হয়েছে। আমরা জানি, পাখির হাড়গুলো ফাঁপা থাকে এবং এজন্যই ওজনে হালকা হয় এবং আকাশে উড়তে পারে। আল্লাহ চাইলে হালকা ওজনের পাখি দিয়েও তার চেয়ে ভারী পাথর আকাশে উঠাতে পারেন। আর এ জন্যই নাস্তিকদের মনে প্রশ্ন উঠতে পারে, কিভাবে হালকা একটি পাখি পাথর নিয়ে আকাশে উড়েছিল। তাদের জানা দরকার, ঐ আয়াতে যে শহরের কথা বলা হয়েছে, সেখানে আগ্নেয়গীরির অগ্নুৎপাত হয়েছিল। আজকে গবেষণার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে, এ জাতীয় কঙ্কর পাথর আগ্নেয়গীরির অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়। আর এ ধরনের পাথর কম ঘনত্বের হওয়ায় পাখিরাও তা সহজে বহন করতে পারে। পাথরগুলোতে বায়ুকুঠুরী থাকে, ফলে ওজনে হালকা হয়। ঐ পাথর গুলো সোনা, লোহা বা ভারী পাথরের হলে পাখিরা তা বহন করে নিতে পারত না।
যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন তাদের কাছে প্রশ্ন তিনি কিভাবে জানলেন, এ ধরনের কঙ্কর পাথর বা পিউমিস ই হল পৃথিবীর সবচেয়ে কম ঘনত্বের পাথর? তিনি কি পাথরের উপর গবেষণা করে তারপর এই কোরআন রচনা করেছিলেন? নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বানী।