আগুনের ঘুর্নিবায়ু (Fire whril)

Fire wh

আগুনের ঘুর্নিবায়ু (Fire whril)

আগুনের ঘুর্নিবায়ুকে আমরা আগুনের টর্নেডো নামেও উল্লেখ করে থাকি। এটি মাটি থেকে পেচিয়ে পেঁচিয়ে আকাশে উঠে যায়। জাপানে একবার ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। যার ফলে একটি সম্পুর্ন শহর আক্রান্ত হয়ে গিয়েছিল এবং সেখানে বিশাল আগুনের ঘুর্নিবায়ু সৃষ্টি হয়েছিল।

এ বিষয়ে কোরআনে (০২:২৬৬) প্রায় ১৪৫০ বছর আগেই উল্লেখ করা হয়েছে।

أَيَوَدُّ أَحَدُكُمْ أَنْ تَكُونَ لَهُ جَنَّةٌ مِنْ نَخِيلٍ وَأَعْنَابٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ لَهُ فِيهَا مِنْ كُلِّ الثَّمَرَاتِ وَأَصَابَهُ الْكِبَرُ وَلَهُ ذُرِّيَّةٌ ضُعَفَاءُ فَأَصَابَهَا إِعْصَارٌ فِيهِ نَارٌ فَاحْتَرَقَتْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآَيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ (266)

অর্থঃতোমরা কেউ কি চাইবে যে, তার কাছে (ফলে ফুলে) সুশোভিত একটি বাগান থাকুক, যাতে খেজুর ও আঙ্গুর সহ বিভিন্ন ধরণের ফলমূল থাকবে, তার তলদেশ দিয়ে আবার প্রবাহমান থাকবে কতিপয় ঝর্নাধারা,আর (এর ফল ভোগ করার আগেই) বাগানের মালিক বয়সের ভারে নুয়ে পরবে এবং তার কিছু দুর্বল সন্তান থাকবে, (এ অবস্থায় হঠাৎ করে) এক আগুনের ঘুর্নিবায়ু এসে তার সব সপ্ন জ্বালিয়ে দিয়ে যাবে, এভাবেই আল্লাহ আর নিদর্শনগুলো তোমাদের কাছে সুস্পষ্টভাবে বর্ননা করেন, যাতে তোমরা (আল্লাহর এ সব কথার উপর) চিন্তা গবেষনা করতে পারো।

Would one of you like to have a garden of palm trees and grapevines underneath which rivers flow in which he has from every fruit? But he is afflicted with old age and has weak offspring, and it is hit by a whirlwind containing fire and is burned. Thus does Allah make clear to you [His] verses that you might give thought.

যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন তাদের কাছে প্রশ্ন তিনি কিভাবে মরুভুমিতে থেকেও জানলেন আগুনের ঘুর্নিবায়ু হতে পারে? তিনি এ বিষয়ের উপর গবেষণা করে এই কোরআন রচনা করেছিলেন? নাউযুবিল্লাহ কোরআন আল্লাহর বানী।

Author: moq@2020@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *