ভূমিকম্প (Earthquake)

earth quake

ভূমিকম্প (Earthquake)

ভূমিকম্প (Earthquake):

পৃথিবীর উপর মাটির অনেকগুলো প্লেট আছে। এই প্লেটগুলো যখন একটি আরেকটির সাথে হঠাৎ করে ধাক্কা লাগে, তখনই কম্পনের সৃষ্টি হয় আর আমরা তখন ভূমিকম্প অনুভব করি। শুধু তাই নয়, ভূমিকম্পের প্রথম বড় ধাক্কার পর পরই পুনরায় কখনও কখনও ছোট ধাক্কার সম্ভাবনা থাকে।

এ বিষয়টিও কোরআনে (৬৭:১৬) পরোক্ষভাবে উল্লেখ করা আছে।

١٦  أَأَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ
অর্থঃ তোমরা কি নিজেদের নিরাপদ ভাবছ (মহাশক্তিধর) আকাশের মালিক আল্লাহ কি তোমাদের সহ ভূমণ্ডলকে গেড়ে দেবেন না? (এমনই অবস্থা যখন দেখা দেবে) তখন তা (ভীষণভাবে) কম্পমান হবে।

Are you confident that the One in heaven will not cause the earth to collapse beneath you as it vibrates?

উপরের আয়াতে ‘ইয়াকসিফা’ বা يَخْسِفَ” অর্থ নিচের দিকে প্রচণ্ড শক্তিতে গেড়ে দেয়া। অর্থ্যাৎ ভূমিকে নিচের দিকে ধ্বসিয়ে বা গেড়ে দেবার সময় ভূমিকম্পের প্রথম বড় ধাক্কাটি হবে, আর এই ধাক্কার (শক্তি) ফলে পরবর্তীতে কম্পন হবে। উপরের আয়াতে ‘তামুর’ বা تَمُورُ দ্বারা কম্পনকে বুঝানো হয়েছে। অর্থাৎ ধাক্কা হল কারণ আর কম্পন হল তার ফলাফল। ঘটনা আগে ঘটে এবং ফলাফল তার একটু পরে পাওয়া যায়।

যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কি ভুতত্ত্বের উপর একজন বিজ্ঞানী ছিলেন, যিনি ভূমিকম্প নিয়ে গবেষনা করে তারপর এই কোরআন রচনা করেছেন? নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বানী।

Source: www.miracles-of-quran.com

Author: moq@2020@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *