বাগান (Gardens)

বাগান (Gardens)

বাগান (Gardens):

অনেকে শখ করে বাগান করে। গবেষকরা অনেক সময় মানসিক শান্তি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য বাগান করতে উৎসাহ দেয়। বাগান করা মানসিক সন্তুষ্টি, শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, ভাল আচরণ, সমাজে পরস্পরের প্রতি সহমর্মিতা, মানুষের আবেগ এবং ইচ্ছা ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে। বাগানের সবুজ পরিবেশ মানুষের দৃষ্টিশক্তিকে সতেজ রাখে। পাশাপাশি বাগান করলে মানসিক রাগ, ক্রোধ, অবসন্নতা এবং হতাশা এবং উদ্বেগের লক্ষণগুলি কমে আসে। এইজন্য বাগান করা শুধু  স্বাস্থ্য সচেতনতার জন্যই নয় বরং চিকিৎসা হিসেবেও সকল ধরণের পেশাজীবীদের দৈনন্দিন জীবনাচরণের সাথে সংযুক্ত করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে। স্বাস্থ্য উন্নয়নে বাগান করাকে ‘হর্টিকালচার থেরাপী’ হিসেবেও ব্যবহার করা হয়। বাগান করাকে সামাজিকভাবে হতাশা কমানোর হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয়। প্রায় ১৪৫০ বছর আগে এ বিষয়ে কোরআনে (২৭:৬০) উল্লেখ করা হয়েছে,

٦٠  أَمَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَأَنْزَلَ لَكُمْ مِنَ السَّمَاءِ مَاءً فَأَنْبَتْنَا بِهِ حَدَائِقَ ذَاتَ بَهْجَةٍ مَا كَانَ لَكُمْ أَنْ تُنْبِتُوا شَجَرَهَا ۗ أَإِلَٰهٌ مَعَ اللَّهِ ۚ بَلْ هُمْ قَوْمٌ يَعْدِلُونَ

অর্থঃ অথবা তিনি (শ্রেষ্ঠ)- যিনি আসমানসমূহ এবং জমিন পয়দা করেছেন এবং আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষন করেছেন, (আবার) তা দিয়ে (যমিনে) মনোরম উদ্যান (বাগান) তৈরি করেছেন, অথচ তার (একটি ক্ষুদ্র) বৃক্ষ পয়দা করারও তোমাদের ক্ষমতা নেই; (বল এসব কাজে) আল্লাহর সাথে অন্য কোন মাবুদ আছে কি? বরং তারা হচ্ছে এমন এক সম্প্রদায়, যারা অন্যকে আল্লাহর সাথে সাব্যস্ত করছে!

Or, who created the heavens and the earth, and rains down water from the sky for you? With it We (Allah is one and only) produce joyful gardens, whose trees you could not have produced. Is there another god with Allah? But they are a people who equate.

উপরের আয়াতে ‘বাহাজাতিন’ শব্দের অর্থ হল আনন্দ বা প্রফুল্ল। অর্থ্যৎ বাগান হল কারণ এবং আনন্দ হল তার ফলাফল। সম্প্রতি আমরা জানতে পেরেছি, বাগান করাকে সামাজিকভাবে হতাশা কমানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়।

যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কিভাবে জানলেন বাগান করার এত গুরুত্ব? তিনি কি এসব নিয়ে গবেষনা করে তারপর এই কোরআন রচনা করেছেন? নাউযুবিল্লাহ কোরআন আল্লাহর বানী।

http://www.miracles-of-quran.com/gardens.htm

Author: moq@2020@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *