নিশাচর প্রাণী (Nocturnal Animals):
প্রাচীনকালে মানুষ ভাবত সব প্রাণীরাই দিনের বেলা জীবিকার সন্ধানে বাইরে বের হয় আর রাতের বেলা বিশ্রাম নেয়। কিন্তু কিছু কিছু প্রাণী আছে ঠিক এর উল্টো, যারা রাতের বেলায় শিকারে বের হয় এবং দিনের বেলায় বিশ্রাম নেয়। এদের বিষয়ে কোরআনে (০৬:১৩) উল্লেখ করা হয়েছে,
١٣ وَلَهُ مَا سَكَنَ فِي اللَّيْلِ وَالنَّهَارِ ۚ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
অর্থঃ রাত ও দিনের মাঝে যা কিছু স্থিতি লাভ করছে (বিশ্রাম নিচ্ছে) তার সবকিছুই তার (আল্লাহর) জন্য; তিনি (এদের সবার কথা) শোনেন এবং (সবার অবস্থা) দেখেন।
And to Him belongs that which rests by night and by day, and He is the Hearing, the Knowing.
কোরাআনে রাতে শিকারের কথা না বলে দিনে বিশ্রামের কথা বলা হয়েছে। যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কি রাতের বেলা ঘুরে ঘুরে এসব প্রানীদের নিয়ে গবেষনা করে তারপর এই কোরআন রচনা করেছেন অথচ তিনি ছিলেন মরুভূমিতে ? নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বানী।