দলবদ্ধভাবে বসবাস (Colonies):
দলবদ্ধভাবে বসবাস (Colonies): পিঁপড়া এবং মৌমাছির মত ছোট ছোট কীটপতঙ্গ সমাজে দলদদ্ধ ভাবে বসবাস করে। এরা বহুকোষী জীব। তাদের মধ্যে যেমন রাজা থাকে, তেমনি রানী আরও থাকে কর্মী। তারা শ্রম বন্টনের মাধ্যমে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে কাজ সম্পাদন করে। আর বড় বড় প্রানী যেমন মানুষ, হাতি, ঘোড়া, গরু, ছাগলও দলবদ্ধ হয়ে বসবাস করে। তারা দলবদ্ধ হয়ে বাচ্চা জন্ম দেয়, বসবাসের জন্য বাসা বানায়, সঙ্গী নির্ণয়ে প্রতিযোগিতা করে, নিজেদের বাচ্চাদের নিরাপত্তা দিয়ে থাকে।
এখন আমরা অত্যাধুনিক ক্যামেরা ব্যবহার করে জানতে পেরেছি যে প্রতিটি প্রাণী দলবদ্ধ হয়ে আলাদা আলাদা সম্প্রদায়ে বসবাস করে এবং তাদের আলাদা আলাদা ভাষা আছে। কিন্তু আজ থেকে প্রায় ১৪৫০ বছর আগে কোরআনে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। কোরআনে (৬:৩৮) আছে,
٣٨ وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ وَلَا طَائِرٍ يَطِيرُ بِجَنَاحَيْهِ إِلَّا أُمَمٌ أَمْثَالُكُمْ ۚ مَا فَرَّطْنَا فِي الْكِتَابِ مِنْ شَيْءٍ ۚ ثُمَّ إِلَىٰ رَبِّهِمْ يُحْشَرُونَ
জমিনের বুকে বিচরণশীল যে কোন জন্তু কিংবা বাতাসের বুকে নিজ ডানা দুটি দিয়ে উড়ে চলা যে কোন পাখিই (তোমরা দেখনা কেন) – এগুলো সবই তোমাদের মত সম্প্রদায় (আল্লাহ তায়ালার সৃষ্টি); আমি (আমার) গ্রন্থে বর্ণনা বিশ্লেষণে কোন কিছুই বাকী রাখিনি, অতঃপর এদের সবাইকে (একদিন) তাদের মালিকের কাছে ফিরে যেতে হবে।
There is no land animal nor a bird that flies with wings who are not nations like you. We (Allah is one and only) didn’t miss a thing in the Book then to their Lord they will be gathered.
যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কি পৃথিবীর সকল প্রাণীদের (ছোট কিংবা বড়) ঘুরে ঘুরে দেখেছিলেন এবং প্রানীবিদ্যার উপর গবেষণা করে তারপর এই কোরআন রচনা করেছেন? নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বানী।
Source: www.miracles-of-quran.com