হাইড্রোজেন (Hydrogen)
হাইড্রোজেন (Hydrogen):
সুর্যের জ্বালানির অন্যতম দুইটি প্রধান জ্বালানি হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম। সুর্যের প্রায় নব্বই ভাগই হাইড্রোজেন আর বাকী দশ ভাগ হিলিয়াম। রসায়ন পড়তে গিয়ে অনেকেই লক্ষ্য করেছেন পর্যায় সারণীতে হাইড্রোজেনকে H দিয়ে প্রকাশ করা হয়। আর ইংরেজি H কে আরবীতে “هـ”দ্বারা প্রকাশ করা হয়। কোরআনে ‘শামস’ নামক একটি সুরা আছে যার অর্থ সূর্য।
অবাক হবার বিষয় হচ্ছে, সূরাটির প্রতিটি আয়াত শেষ হয়েছে “هـ”দিয়ে যা ইংরেজীতে H এবং H দ্বারা হাইড্রোজেন কে বুঝায়।
যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কি ঐ অন্ধকার যুগে থেকেও জানতেন সূর্যের জ্বালানি হাইড্রোজেন এবং পরবর্তীতে পর্যায় সারণীতে H দিয়ে হাইড্রোজেনকে বোঝানো হবে এবং আরবি “هـ”দিয়ে ইংরেজীতে Hকে প্রকাশ করা হবে এবং এতকিছু জেনে তারপর এই কোরআন রচনা করেছেন? নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বানী।
Source: www.miracles-of-quran.com/hydrogen.htm