মাকড়সার জাল (Spider web)

moqbangla-Spider web

মাকড়সার জাল (Spider web):

মাকড়সার  জীবন আচরণেও শ্রম বিভাজন রয়েছে। মহিলা মাকড়সা ঘর বানায়, আর পুরুষ মাকড়সা বীর্জ উৎপাদন করে বংশ বৃদ্ধির জন্য। পুরুষ মাকড়সা ঘরের জাল বানানোর জন্য সূতা খরচ করেনা। বরং তারা সূতা সংরক্ষণ করে কারণ তা প্রজননের সময় কাজে লাগে। এই বিষয়টি আমরা অতি সম্প্রতি জানতে পেরেছি অথচ কোরআনে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে ১৪৫০ বছর পুর্বে। কোরআনে (২৯:৪১) আছে,

٤١  مَثَلُ الَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِ اللَّهِ أَوْلِيَاءَ كَمَثَلِ الْعَنْكَبُوتِ اتَّخَذَتْ بَيْتًا ۖ وَإِنَّ أَوْهَنَ الْبُيُوتِ لَبَيْتُ الْعَنْكَبُوتِ ۖ لَوْ كَانُوا يَعْلَمُونَ

অর্থঃ যেসব লোক আল্লাহর বদলে অন্যকে (নিজেদের) অভিভাবক হিসেবে গ্রহণ করে, তাদের দৃষ্টান্ত হল মাকড়সার মত, তারা (নিজেরাও একধরণের) ঘর; আর (দুনিয়ার) দুর্বলতম ঘর হচ্ছে (এ) মাকড়সার ঘর। কত ভাল হত যদি তারা (এ সত্যটুকু) বুঝতে পারত।

The likeness of those who take to themselves protectors other than Allah is that of the spider. It builds a house. But the most fragile of houses is the spider’s house. If they only knew.

উপরের আয়াতে اتَّخَذَتْ বা‘তাখাজাত’ একটি সর্বনাম পদের মত শব্দ যা কেবল মহিলা মাকড়সা বুঝাতে ব্যবহৃত হয়। পুরুষ হলে সেক্ষেত্রে ব্যবহৃতহত اتَّخَذَবা ‘তাখাজা’।

যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কি একজন প্রাণী বিজ্ঞানী ছিলেন যিনি পৃথিবীর সকল ধরণের মাকড়সার জীবনচক্র নিয়ে গবেষনা করে তারপর এই কোরআন রচনা করেছেন? নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বাণী।

Source: www.miracles-of-quran.com

মাকড়সার জাল (Spider web)

Author: moq@2020@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *