ভুমিধ্বস (Landslide):
মরুভুমিতে বালিয়ারি হয়ে থাকে। বাতাসের কারণে এক জায়গার বালি অন্য জায়গায় গিয়ে ছোট ছোট বালির পাহাড় তৈরী করে। আর এই বালির পাহাড়ের নিচেই চাপা পরে আছে অনেক পুরাকীর্তি, প্রাচীন স্থাপনা, পুরানো ঐতিহ্য, যা আমাদের আজও অজানা। শুধু বালি দিয়েই নয়, বরং পাথুরে পর্বত ভেঙ্গেও অনেক সময় পাথরধ্বস হয়। তবে আমরা বেশী পরিচিত ভুমিধ্বস সম্পর্কে। পাহাড়ের ধার বেয়ে কখনও কখনও পাথর ধ্বসে পরে, কখনও বা মাটি ধ্বসে পরে, কখনও বৃষ্টির কারণে মাটি কাদা হয়ে এক জায়গার মাটি অন্য জায়গায় চলে যায়। অর্থ্যাৎ, যখন বিপুল পরিমান ভূমি একজায়গা থেকে অন্য জায়গায় সরে যায়, তাকেই আমরা ভুমিধ্বস বলি। এমনকি গভীর সমুদ্রে পানির নিচেও ভূমিধ্বস হয়ে থাকে।
রাসুল (সঃ) হয়ত বালিয়ারির কথা জানতেন কিন্তু পাথুরে পাহাড় ও পর্বত থেকে ভূমি ধ্বসের কারনেও অনেক সভ্যতা বিলীন হয়ে গেছে, এই কথা আমরা সম্প্রতি জানতে পেরেছি। কোরআনে (১৭:৬৮) আছে,
٦٨ أَفَأَمِنْتُمْ أَنْ يَخْسِفَ بِكُمْ جَانِبَ الْبَرِّ أَوْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا ثُمَّ لَا تَجِدُوا لَكُمْ وَكِيلً
অর্থঃ তোমরা কি করে নিশ্চিত হয়ে গেছ যে, তিনি তোমাদের স্থলে এনে (এর) কোথাও তোমাদের গেড়ে দেবেননা (ভূমিধ্বস দ্বারা নিশ্চিহ্ন করে দেবেনা) অথবা তোমাদের উপর (মরনমুখী) কোন ধূলিঝড় নাযিল করবেননা, (এমন অবস্থা যখন আসবে) তখন তোমরা কোন অভিভাবক ও পাবেনা।
Are you confident that He will not cause side of land to cave in beneath you? Or unleash a tornado against you? And then you find no protector?
যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কি একজন ভূতত্ত্ব বিজ্ঞানী ছিলেন যিনি পৃথিবীর সকল পাথুরে পাহাড় বা পর্বতের ভুমিধ্বস নিয়ে গবেষনা করে তারপর এই কোরআন রচনা করেছেন? নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বাণী।