পানির বাঁধ (Water dam)
পানির বাঁধ (Water dam):
কোরআনে ঐতিহাসিক সাবা’দের আলোচনা করা হয়েছে। বাহ্যিকভাবে এই জাতির মধ্যে উন্নতি ও উৎকর্ষ ছিল, তারপরও ওই জাতি অকস্মাৎ ধ্বংস ও বিনাশের মুখে পতিত হয়। এখনও মানব জাতির জন্য ঐ জাতির ধ্বংস, বিস্ময়কর ঘটনা হয়ে আছে। তারা একটি পানির বাঁধ তৈরি করেছিল যা দিয়ে মরুভূমির মত স্থানে পানির চাহিদা মেটানো হত। কালের বিবর্তনে ঐ বাঁধ নির্মানের প্রকৌশল বিদ্যা ধীরে ধীরে হারিয়ে গিয়েছিল। যে কারণে ধীরে ধীরে বাঁধটির সংষ্কার কঠিন হয়ে যাচ্ছিল। অবশেষে বাঁধটি ভেঙে যায়। বাঁধটি ধ্বংসের ফলে ঐ সভ্যতাই ধ্বংস হয়ে গিয়েছিল।
বাঁধটি ফেটে যাওয়ার পুর্বে সেখানে ফাটল ধরেছিল। একধরনের কাহিনী প্রচলিত আছে যে, বড় বড় ইঁদুরের দাতের কামড়ে এবং নখের আচড়ে ঐ বাঁধে ফাটল ধরেছিল। কিন্তু আমরা আধুনিক প্রত্নতত্ত্ববিদদের নিকট থেকে এই বিষয়ে জানতে পেরেছি। কোন কোন বিশেষজ্ঞ বলেছেন প্রচুর বৃষ্টিপাতের ফলেই ঐ বণ্যা হয় আর বণ্যায় পানির চাপে বাঁধ ভেঙে যায়। আবার কেউ কেউ বলেছেন ভূমিকম্পেই ঐ পাথরের কাজ করা বাঁধটি ধ্বংস হয়। কিন্তু তা সত্য নয়। কোরআনে (৩৪:১৫-১৬) এ বিষয়ে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে।
١٥ لَقَدْ كَانَ لِسَبَإٍ فِي مَسْكَنِهِمْ آيَةٌ ۖ جَنَّتَانِ عَنْ يَمِينٍ وَشِمَالٍ ۖ كُلُوا مِنْ رِزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوا لَهُ ۚ بَلْدَةٌ طَيِّبَةٌ وَرَبٌّ غَفُورٌ١٦ فَأَعْرَضُوا فَأَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَرِمِ وَبَدَّلْنَاهُمْ بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَيْ أُكُلٍ خَمْطٍ وَأَثْلٍ وَشَيْءٍ مِنْ سِدْرٍ قَلِيلٍ
অর্থঃ ১৫। ‘সাবা’ (নগরের) অধিবাসিদের জন্য তাদের (স্বীয়) বাসভূমিতে আল্লাহর একটি কুদরতের নিদর্শন (মজুদ) ছিল- দুই (সারি) উদ্যান একটি ডান দিকে আর একটি বা দিকে, (আমি তাদের বলেছিলাম এ থেকে পাওয়া) তোমাদের মালিকের দেওয়া রিজিক খাও এবং (এ জন্য) তোমরা তার শুকরিয়া আদায় কর;(কতো সুন্দর) নগরী এটা! কতো ক্ষমাশীল (এ নগরের) মালিক আল্লাহ।
১৬।(কিন্তু) পরে ওরা (আমার আদেশ) অমান্য করল, ফলে আমি তাদের উপর এক বাঁধ ভাঙ্গা বণ্যা প্রবাহিত করে দিলাম, তাদের সে সুফলা উদ্যান দুটোও এমন দুটো উদ্যান দ্বারা বদলে দিলাম, যাতে থেকে গেল বিস্বাদ ফল, ঝাউগাছ এবং কিছু কুল বৃক্ষ।
In Sheba’s homeland there used to be a wonder: two gardens, on the right, and on the left. “Eat of your Lord’s provision, and give thanks to Him.” A good land, and a forgiving Lord. But they turned away, so We (Allah is one and only) unleashed against them the flood of the dam; and We(Allah is one and only) substituted their two gardens with two gardens of bitter fruits, thorny shrubs, and meager harvest.
ইতিহাস গবেষণা করে এখন মানুষ জানতে পেরেছে যে, প্রবল পানির চাপেই বাঁধ ভেঙ্গেছিল, ভূমিকম্পে নয় বা ইদুরের কামড়েও নয়। কোরআনেও একই কথা বলা হয়েছে।
যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কিভাবে জানলেন ঐ বাঁধ পানির চাপে ভেঙ্গেছিল, ভূমিকম্পে নয় বা ইদুরের কামড়েও নয়। এখন মানুষ ইতিহাস গবেষনা করে এগুলো জানতে পারছে,তাহলে কিভাবে নাস্তিকরা বলে এই কোরআন মহানবী ও শেষ রাসুল হযরত মুহাম্মদ (সঃ) রচনা করেছেন? নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বানী।
Source: www.miracles-of-quran.com/water_dam.htm