পাকা চুল (White hair):
রাসুল (সঃ) এর যুগে মানুষ মনে করত শুধুমাত্র বয়স বৃদ্ধি জনিত কারণেই চুল পেকে যায়। কিন্তু এখন আমরা জানতে পারি, বয়স বৃদ্ধি জনিত কারণ ছাড়াও আরও নানা কারণে চুল সাদা হয়ে যেতে পারে। ভয়ের কারণে, মানসিক চাপ বা অস্থিরতা হলেও চুল সাদা হয়ে যেতে পারে।
আজ থেকে প্রায় ১৪৫০ বছর আগেই কোরআনে (৭৩:১৭) এই বিষয়টি উল্লেখ করা হয়েছে।
١٧ فَكَيْفَ تَتَّقُونَ إِنْ كَفَرْتُمْ يَوْمًا يَجْعَلُ الْوِلْدَانَ شِيبًا
অর্থঃ (আজ) যদি তোমরাও সেদিনকে অস্বীকার কর, তাহলে আল্লাহর আযাব থেকে (বলো) কিভাবে তোমারা বাচতে পারবে, যেদিন (অবস্থার ভয়াবহতা অল্প বয়স্ক) কিশোর বালকদেরও বৃদ্ধ বানিয়ে দেবে।
So how will you, if you persist in unbelief, save yourself from a Day which will turn the children white-haired?
কেয়ামতের দিনের ভয়াবহতা মানুষের উপর প্রচণ্ড ভয় ও মানসিক চাপ সৃষ্টি করবে, যার ফলে কিশোর বৃদ্ধ হয়ে যাবে। কিশোর যে বৃদ্ধ হয়ে যাবে, এ থেকেই বোঝা যায় বয়স চুল পাকার কারণ নয়। চুল পাকার জন্য যদি বয়সই প্রধান কারণ হত তাহলে কিশোর বালকের চুল কখনও পাকতনা। বরং, কেয়ামতের দিনের ভয়াবহতা বা মানসিক চাপই চুল পাকার কারণ। সম্প্রতি আমরা জানতে পেরেছি, প্রচণ্ড ভয় কিংবা মানসিক চাপের কারনেও অতি অল্প বয়সী শিশু কিংবা কিশোরের কালো চুলও সাদা হয়ে যেতে পারে, যা প্রায় ১৪৫০ বছর আগেই পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে।
যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কি করে জানলেন বয়স নয় বরং ভয় বা মানসিক চাপই চুল সাদা হবার কারণ? তারা বলে কোরআন হযরত মুহাম্মদ (সঃ) তৈরি করেছেন। নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বানী।