নূহ নবীর আমলের বন্যা (Noah’s Flood)

নূহ নবীর আমলের বন্যা (Noah’s Flood)

নূহ নবীর আমলের বন্যা (Noah’s Flood):

বাইবেল অনুযায়ী নূহ নবীর সময় যে বন্যা হয়েছিল তা পৃথিবীর সব জায়গায়তেই হয়েছিল। সেই বন্যায় সবাই মারা গিয়েছিল, তবে যারা আল্লাহকে বিশ্বাস করে নূহ নবীর নৌকায় উঠেছিল তারা বেঁচে গিয়েছিল। তবে কোরআন বলে ভিন্ন কথা। কোরআন অনুযায়ী নূহ নবীর সময় যে বন্যা হয়েছিল তা পৃথিবীর সব জায়গায়তে হয়নি। সেই বন্যা হয়েছিল শুধুমাত্র নূহ নবীর এলাকায় এবং নূহনবীর জাতির উপর।

যদি পৃথিবীর সব জায়গায় একই সময়ে বন্যা হত এবং নূহ নবীর নৌকায় থাকা বিশ্বাসী ব্যক্তিরা ছাড়া সবাই মারা যেত, তাহলে বর্তনামে পৃথিবীর সবাই (বেশিরভাগ) বিশ্বাসী হত। একজন অবিশ্বাসী লোকও পাওয়া যেতনা। কিন্তু কোরাআন বলে ভিন্ন কথা। ঐ সময় বন্যা হয়েছিল নূহ নবীর জাতির উপর। কোরআন অনুযায়ী সে সময় নৌকায় উঠেনি এমন অনেক অবিশ্বাসীরাও ছিল, যারা বেঁচে গিয়েছিল।

কোরআনে (১১:৪৮) উল্লেখ আছে,

٤٨  قِيلَ يَا نُوحُ اهْبِطْ بِسَلَامٍ مِنَّا وَبَرَكَاتٍ عَلَيْكَ وَعَلَىٰ أُمَمٍ مِمَّنْ مَعَكَ ۚ وَأُمَمٌ سَنُمَتِّعُهُمْ ثُمَّ يَمَسُّهُمْ مِنَّا عَذَابٌ أَلِيمٌ

তাকে বলা হল, হে নূহ (বন্যার পানি নেমে গেছে), এবার তুমি (নৌকা থেকে) নেমে পড়, তোমার উপর, তোমার সাথে যারা আছে তাদের উপর আমার দোয়া সালাম ও বরকতের সাথে এবং (অন্য) সম্প্রদায়সমূহ! (হা) আমি (আবার) তাদের জীবনের (যাবতীয়) উপকরণ প্রদান করব, পরবর্তীতে (তবে নাফরমানীর জন্যে) আমার কাছ থেকে মর্মান্তিক শাস্তিও তাদের ভোগ করতে হবে।

It was said, “O Noah, disembark with peace from Us (Allah is one and only); and with blessings upon you, and upon communities from those with you. And other communities We (Allah is one and only) will grant prosperity and later We (Allah is one and only) will hand them painful torture.”

উপরের আয়াতে বলা হয়েছে, পরবর্তীতে মর্মান্তিক শাস্তিও ভোগ করতে হবে অর্থ্যাৎ, কিছু অবিশ্বাসী লোক অবশ্যই বেঁচে গিয়েছিল যারা নূহ নবীর নৌকায় উঠেনি এবং তদেরকেই সেইশাস্তি দেওয়া হবে। অর্থ্যাৎ ঐ সময় সম্পুর্ণ পৃথিবীতে একই সাথে বন্যা হয়নি। বরং শুধুমাত্র নূহ নবীর এলাকায় বন্যা হয়েছিল।

ঠিক তার পরবর্তী আয়াতেই (১১:৪৯) বলা হয়েছে,

٤٩  تِلْكَ مِنْ أَنْبَاءِ الْغَيْبِ نُوحِيهَا إِلَيْكَ ۖ مَا كُنْتَ تَعْلَمُهَا أَنْتَ وَلَا قَوْمُكَ مِنْ قَبْلِ هَٰذَا ۖ فَاصْبِرْ ۖ إِنَّ الْعَاقِبَةَ لِلْمُتَّقِينَ

অর্থঃ (হে নবী,) এগুলো হচ্ছে অদৃশ্য জগতের (কিছু) খবর, যা আমি তোমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিচ্ছি, এর আগে না তুমি এগুলো জানতে, না তোমার জাতি এগুলো জানত; অতএব তুমি ধৈর্য্য ধারণ কর, (ভালো) পরিনাম ফল সবসময় পরহেযগার (বিশ্বাসীদের) লোকদের জন্যই (নির্দিষ্ট থাকে)।

These are some stories from the past that we (Allah is one and only) reveal to you. Neither you, nor your people knew them before this. So be patient. The future belongs to the pious.

উপরের আয়াত থেকেও অনুধাবন করা যায় যে বন্যা শেষে কিছু অবিশ্বাসীরা বেচে গিয়েছিল এবং তারা অদৃশ্য জগতের খবর জানতনা। এমনকি ভালো পরিনাম ফল শুধু বিশ্বাসিরাই পাবে। অবিশ্বাসীরা পাবেনা।

আরও একটি আয়তে (২৫:৩৭) বলা হয়েছে,

٣٧  وَقَوْمَ نُوحٍ لَمَّا كَذَّبُوا الرُّسُلَ أَغْرَقْنَاهُمْ وَجَعَلْنَاهُمْ لِلنَّاسِ آيَةً ۖ وَأَعْتَدْنَا لِلظَّالِمِينَ عَذَابًا أَلِيمًا

অর্থঃ একইভাবে যখন নুহের সম্প্রদায়ও আমার রাসুলদের মিথ্যা সাব্যস্ত করল, তখন আমি তাদের সবাইকে (প্লাবনের পানিতে) ডুবিয়ে দিয়েছি এবং আমি (ওদের) পরবর্তী মানুষদের জন্য শিক্ষণীয় বিষয় করে রেখেছি; আমি জালেমদের জন্যে মর্মন্তুদ আযাব ঠিক করে রেখেছি।

And the people of Noah: when they rejected the messengers, We (Allah is one and only) drowned them, and made them a lesson for mankind. We have prepared for the wrongdoers a painful retribution.

উপরের আয়াত ভাল করে লক্ষ্য করলে দেখা যাবে, সেখানে বলা আছে, তখন আমি তাদের সবাইকে (প্লাবনের পানিতে) ডুবিয়ে দিয়েছি। এখানে তাদের সবাইকে বলতে নূহ নবীর জাতিকে বুঝানো হয়েছে। সমগ্র মানব জাতিকে বুঝানো হয়নি। সমগ্র মানব জাতিকে বুঝানো হলে ‘তাদের সবাইকে’ না উল্লেখ করে সমগ্র মানবজাতির কথা উল্লেখ করা হত। অর্থ্যাৎ ‘তাদের’ বলতে নূহ নবীর জাতিকে বুঝানো হয়েছে, সমগ্র মানব জাতিকে নয়। আজ বিজ্ঞান ও তাই বলে। সমগ্র পৃথিবীতে একই সাথে কখনও বন্যা হয়নি।

যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন বাইবেল থেকে নকল করে, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) যদি বাইবেল থেকে নকল করেই লিখতেন, তাহলে কিভাবে তিনি ভুল অংশ বাদ দিয়ে সঠিক তথ্যটি নিলেন? তিনি কি বাইবেল নিয়ে গবেষণা করে তারপর এই কোরআন রচনা করেছেন? নাউযুবিল্লাহ কোরআন আল্লাহর বানী।

http://www.miracles-of-quran.com/noah.htm

Author: moq@2020@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *