কয়লা (Coal)
কয়লা (Coal): প্রায় ১৪৫০ বছর আগে আরবরা আগুন জ্বালানোর জন্য কাঠ ব্যবহার করত। তারা কয়লা পুড়িয়ে আগুন জ্বালানোর পদ্ধতি জানত না। কয়লা একধরনের জৈব পাললিক শিলা (পাথর)। দীর্ঘদিন ভেজা পরিবেশে প্রচণ্ড চাপে মাটির নিচে গাছপালা জমে জমে একত্রিত হয়ে কয়লা, তেল এবং গ্যাস উৎপন্ন হয়। এই তিনটিই গুরুত্বপুর্ণ জীবাশ্ম জ্বালানি। কয়লাকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তবে বিদ্যুৎ উৎপাদনে এর ব্যবহার উল্লেখযোগ্য। আজ থেকে প্রায় ১৪৫০ বছর আগে কয়লা নামক পাললিক শিলা (পাথর) আরবের লোকেরা চিনতনা অথচ কোরআনে এ বিষয়ে উল্লেখ করা আছে। কোরআনে (০২:২৪) আছে,
٢٤ فَإِنْ لَمْ تَفْعَلُوا وَلَنْ تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ ۖ أُعِدَّتْ لِلْكَافِرِينَ
অর্থঃ কিন্তু তোমরা যদি তা না করতে পার (এবং আমি জানি), তোমরা তা কখনও করতে পারবেনা তাহলে তোমরা (দোজখের) সেই আগুনকে ভয় কর যার জ্বালানি হবে মানুষ ও পাথর (পাললিক শিলা)…
But if you do not-and you will not-then beware the Fire whose fuel is people and stones, prepared for the disbelievers.
শুধু তাই নয়, আগ্নেয়গীরির অগ্নুৎপাতের সময় পৃথিবীর ভূগর্ভস্থ অত্যন্ত উত্তপ্ত ম্যগমা (গলিত, উত্তপ্ত ও জ্বলন্ত পাথর) উৎক্ষিপ্ত হয়ে বাইরে বেরিয়ে আসে এবং বিভিন্ন পাহাড়, পর্বতের সৃষ্টি হয়। এই সকল পাহাড় পর্বত কেটেও পাথর পাওয়া যায়। কয়লাও একধরনের পাথর। তবে তা একধরনের জৈব পাললিক পাথর।
যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কি একজন ভূতত্ত্ব বিজ্ঞানী ছিলেন যিনি পৃথিবীর সকল পাললিক শিলা (পাথর) নিয়ে গবেষনা করে তারপর এই কোরআন রচনা করেছেন? নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বাণী।
Source: www.miracles-of-quran.com