কোলেষ্টেরল (Cholesterol)
মানুষ রাসূলের যুগেও লোহার ব্যবহার জানত। লোহায় মরিচা ধরা একটি স্বাভাবিক ঘটনা। লোহা বাতাসে কিংবা পানিতে দীর্ঘদিন রেখে দিলে তা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মরিচা তৈরী করে। এটা অনেকেই জানে। কিন্তু এই অক্সিজেনের সাথে বিক্রিয়ার ফলে যা তৈরী হয়, তা দিয়ে যে মানুষের হৃৎপিণ্ড বা হার্টের অসুখের কারণ হতে পারে, এ বিষয়টি রাসূলের যুগেও কেউ জানত না। আজ আমরা জানতে পেরেছি মানুষের দেহে দুই ধরণের কোলেষ্টেরল উৎপন্ন হয়, একটি শরীরের জন্য ভাল এবং অন্যটি খারাপ। কিন্তু খারাপ কোলেষ্টেরলটিও মরিচার মতই বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করেই উৎপন্ন হয়।
ধমনীর ভেতরদিকের দেয়ালে যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া হয়, তখনই কোলেষ্টেরল তৈরী হয়। অক্সিজেনের সাথে যে বিক্রিয়া হবে এটি শরীরের একটি স্বাভাবিক ঘটনা কিন্তু বিক্রিয়ার ফলে যখনই অতিরিক্ত কোলেষ্টেরল উৎপন্ন হবে তখনই তা শরীরের জন্য বিপদজনক হয়ে উঠে। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ব্যক্টেরিয়া ভেবে ঐসব কোলেষ্টেরল গুলোকে চিনতে ভুল করে। রোগ প্রতিরোধ ব্যবস্থা তখন এগুলোর সাথে যুদ্ধ শুরু করে। ফলে প্রদাহ বা জ্বালা তৈরী হয়, যা এক ধরণের হার্টের অসুখ।
অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন হওয়া কোলেষ্টেরলগুলো ধমণীতে রক্ত প্রবাহে বাঁধা প্রদান করে এবং হার্টের আসুখ তৈরী করে। অতি সম্প্রতি আমরা এগুলো জানতে পেরেছি কিন্তু প্রায় ১৪৫০ বছর আগেই এসম্পর্কে কোরআনে (৮৩:১৪) উল্লেখ করা হয়েছে।
١٤ كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ
অর্থঃ কখনও নয়, এদের কৃতকর্ম এদের মনের উপর মরিচা ধরিয়ে রেখেছে।
Not at all. Their hearts have become rusted by what they used to earn.
এখানে ‘রানা’ অর্থ মরিচা। লোহা যেমন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মরিচা উৎপন্ন করে, তেমনি খারাপ কোলেষ্টেরলগুলোওঅক্সিজেনের সাথে বিক্রিয়া করেই উৎপন্ন হয়। অন্য একটি আয়াতে কোরআনে (৪৭:২৪) আছে,
٢٤ أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَىٰ قُلُوبٍ أَقْفَالُهَا
তবে কি এরা কোরআন সম্পর্কে (কোনরকম চিন্তা গবেষনা) করেনা! নাকি এদের অন্তর সমূহের উপর তার তালা ঝুলে আছে।
Will they not ponder the Quran? Or are there locks upon their hearts?
তালা ঝুলে আছে-এর অর্থ হল কিছু একটা অন্তরে প্রবেশ করতে বাঁধা দিচ্ছে। শুধু ঐ আমলেই নয় এমনকি আজও প্রবেশ পথে বাঁধা দিতে আমরা তালা ব্যবহার করি। আর, আজ আমরা জানতে পেরেছি মরিচা যেভাবে প্রবেশ পথে বাঁধা দেয়, ঠিক তেমনি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন হওয়া কোলেষ্টেরল হৃৎপিণ্ডে রক্ত প্রবাহে বাঁধা দেয়।
যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কি একজন চিকিৎকা বিজ্ঞানী ছিলেন যিনি মানুষের হৃৎপিণ্ডের রক্ত প্রবাহ নিয়ে গবেষনা করে তারপর এই কোরআন রচনা করেছেন অথচ ঐ আমলে গবেষনার জন্য কোন আধুনিক যন্ত্রই ছিলনা ? নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বানী।