কাগজের নোট (Paper money)

moqbangla-13-2 Paper money

কাগজের নোট (Paper money)

কাগজের নোট (Paper money): চীন দেশে প্রথম কেনাকাটার কাজে কাগজের নোট ব্যবহৃত হয় এগার শতকের দিকে। ধীরে ধীরে তা পৃথিবীর প্রায় সকল অঞ্চলেই ছড়িয়ে পরে। এর আগে ছিল বিনিময় প্রথা। একদল মানুষ এক রকমের পণ্য দিয়ে অন্য দলের সাথে ভিন্ন রকমের পণ্য বিনিময় করত। পৃথিবীতে এখনও এমন দুর্গম এলাকা রয়েছে যেখানে সভ্য মানুষ পৌছাতে পারেনি এবং সেসকল এলাকার আদি মানবেরা বিনিময় প্রথা ব্যবহার করে। পবিত্র কোরআনে (১৮:১৯) কাগজের নোটের কথা উল্লেখ আছে,

١٩  وَكَذَٰلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ ۚ قَالَ قَائِلٌ مِنْهُمْ كَمْ لَبِثْتُمْ ۖ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ ۚ قَالُوا رَبُّكُمْ أَعْلَمُ بِمَا لَبِثْتُمْ فَابْعَثُوا أَحَدَكُمْ بِوَرِقِكُمْ هَٰذِهِ إِلَى الْمَدِينَةِ فَلْيَنْظُرْ أَيُّهَا أَزْكَىٰ طَعَامًا فَلْيَأْتِكُمْ بِرِزْقٍ مِنْهُ وَلْيَتَلَطَّفْ وَلَا يُشْعِرَنَّ بِكُمْ أَحَدًا

অর্থঃ …এখন (সে বিতর্ক রেখে বরং) তোমরা তোমাদের একজনকে তোমাদের এ কাগজের নোট সহ শহরে পাঠাও, সে (বাজারে) গিয়ে দেখুক কোন খাবার উত্তম, অতঃপর সেখান থেকে কিছু খাবার তোমাদের কাছে নিয়ে আসুক, সে যেন বিচক্ষণতার সাথে কাজ করে এবং সে যেন কোন অবস্থায় কাউকে তোমাদের ব্যাপারে কিছু জানতে না দেয়।

…”Send one of you to the city, with this paper money of yours, and let him see which food is most suitable, and let him bring you some provision thereof. And let him be gentle, and let no one become aware of you.”

আরবিতে ‘অরাক’ বা ورق ” অর্থ কাগজ। সুতরাং, ‘বিওয়ারিকুম’ বা بِوَرِقِكُمْ অর্থ কাগজের নোট। কিন্তু আমরা ধাতব মুদ্রা ভেবে ভুল করি। চীনের ইতিহাস বলে তারাই প্রথম কাগজ তৈরী করেছে ১১শতকের দিকে। অথচ ১৪৫০ বছর আগেই কোরআন বলেছে, বহু বছর আগেই কাগজের নোট ব্যবহৃত হয়েছে এই পৃথিবীতে।

যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কি করে জানলেন এত আগে কাগজের নোট ছিল আর তিনি কি নিয়েই বা গবেষনা করে তারপর এই কোরআন রচনা করেছেন? নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বানী।

Author: moq@2020@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *