কাক (Crow):
মানুষ কোন দুর্ঘটনায় মারা গেলে অন্য মানুষেরা শোক প্রকাশ করে এবং কবর দেয়। ঠিক একই ভাবে, একটি কাক মারা গেলেও অন্য কাকেরা দলবদ্ধ হয়ে শোক প্রকাশ এবং কবর দেয়।
সম্প্রতি এক গবেষনা থেকে জানা গেছে, কোন কাক দুর্ঘটনায় মারা গেলে অন্য কাকেরা দলবদ্ধ হয়ে সেই মৃতদেহকে ঘিরে ধরে এবং দুর্ঘটনা থেকে শিক্ষা নেয়, যাতে করে ঐ রকম দুর্ঘটনা তাদের জীবনে আর না ঘটে। কাকের এই শোকের এবং কবর দেওয়ার কথা আজ থেকে প্রায় ১৪৫০ বছর আগেই কোরআনে (০৫:৩১) উল্লেখ করা হয়েছে,
٣١ فَبَعَثَ اللَّهُ غُرَابًا يَبْحَثُ فِي الْأَرْضِ لِيُرِيَهُ كَيْفَ يُوَارِي سَوْءَةَ أَخِيهِ ۚ قَالَ يَا وَيْلَتَا أَعَجَزْتُ أَنْ أَكُونَ مِثْلَ هَٰذَا الْغُرَابِ فَأُوَارِيَ سَوْءَةَ أَخِي ۖ فَأَصْبَحَ مِنَ النَّادِمِينَ
অর্থঃ অতপর আল্লাহ (সেখানে) একটি কাক পাঠালেন। কাকটি (হত্যাকারীর সামনে এসে) মাটি খুঁড়তে লাগল, উদ্দেশ্য তাকে দেখানো কিভাবে সে তার ভাইয়ের লাশ লুকিয়ে রাখবে…
Then Allah sent a crow digging the ground, to show him how to cover his brother’s corpse. He said, “Woe to me! I was unable to be like this crow, and bury my brother’s corpse.” So he became full of regrets.
যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কিভাবে কাকের এই শোক প্রকাশের কথা জানলেন? তিনি কি কাকের কবর দেয়ার উপর গবেষণা করে তারপর তিনি এই কোরআন রচনা করেছেন? নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বানী।