আঙ্গুলের ছাপ (Fingerprints):
আঙ্গুলের ছাপ (Fingerprints): আধুনিককালে আঙ্গুলের ছাপ নিরাপত্তার কাজে এবং পাসপোর্ট সহ বিভিন্ন গুরুত্বপুর্ণ অফিসে সঠিক মানুষ সনাক্তকরনের কাজে ব্যবহৃত হয়। প্রতিটি মানুষের আঙ্গুলের ছাপ ভিন্ন ভিন্ন। এমনকি জমজ দুটি বাচ্চার চেহারা এক হলেও আঙ্গুলের ছাপ হবে আলাদা আলাদা। এই বিষয়টি ১৪৫০ বছর আগে কেউ জানতনা কিন্তু কোরআনে উল্লেখ করা হয়েছিল যা অবিকৃত অবস্থায় আজও আছে।
কেয়ামতের দিন আল্লাহ মানুষকে পুনরায় সৃষ্টি করবে এবং সে সৃষ্টি এতটাই নিখুঁত হবে যে তা আঙ্গুলের অগ্রভাগের ছাপের সাথেও মিলে যাবে। প্রতিটি মানুষের আঙ্গুলের ছাপ যে ভিন্ন ভিন্ন তা পরোক্ষভাবে কোরআনে উল্লেখ করা হয়েছে। কোরআনে (৭৫:৪) আছে,
٤ بَلَىٰ قَادِرِينَ عَلَىٰ أَنْ نُسَوِّيَ بَنَانَهُ
অর্থঃ অবশ্যই আমি তা পারব, আমি তো বরং তার আঙ্গুলের অগ্রভাগের রেখাগুলো পর্যন্ত পুণর্বিন্যস্ত করতে সক্ষম।
Yes. [We are (Allah is one and only)] able [even] to restore his fingertips.
যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কি একজন জীববিজ্ঞানের গবেষক ছিলেন যিনি মানুষের আঙ্গুলের রেখার উপর তৎকালীন সময়ে গবেষনা করে তারপর এই কোরআন রচনা করেছেন? নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বানী।
Source: www.miracles-of-quran.com/fingerprints.htm