
মৌলিক সংখ্যা (Prime Number)
মৌলিক সংখ্যা (Prime Number):
মৌলিক সংখ্যা বলতে আমরা ঐ সকল সংখাগুলোকে বুঝি যাদেরকে এক এবং ঐ সংখ্যা ছাড়া আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়না।যেমন- ২, ৩, ৫, ৭ ইত্যাদি।
আবার, যে কোন সংখ্যা অবশ্যই মৌলিক সংখ্যা হবে অথবা তাকে তার থেকে ছোট একাধিক মৌলিক সংখ্যা) গুণফল আকারে প্রকাশ করা যাবে। যেমন-
৪ = ২ X ২
৬ = ৩ X ২
অর্থ্যাৎ, মৌলিক সংখ্যার একটি গ্রুপ আছে। ২, ৩, ৫, ৭, ১১, ১৩……
আর এই গ্রুপের কথা প্রায় ১৪৫০ বছর আগেই কোরআন নাজিলের সময় উল্লেখ করা হয়েছে পরক্ষোভাবে। চলুন কোরআনের প্রথম সুরা ফাতিহার দিকে লক্ষ্য করি।
এখানে বাক্য আছে ৭ টি। ৭ একটি মৌলিক সংখ্যা।
এখানে শব্দ আছে ২৯ টি। ২৯ একটি মৌলিক সংখ্যা।
এখানে অক্ষর আছে ১৩৯ টি। এটিও একটি মৌলিক সংখ্যা।
অর্থ্যাৎ একই সুরার বাক্য, শব্দ বা অক্ষর প্রতিটি ক্ষেত্রেই আমরা মৌলিক সংখ্যাই পাচ্ছি।এ যেন এক গানিতিক ছন্দ। শুধু তাই নয়, কোরআনে (১৫:৮৭) আছে,
অর্থঃ অবশ্যই আমি তোমাকে সাত আয়াত (বিশিষ্ট একটি সুরাযেখানে গানিতিক ছন্দ বার বার ফিরে আসে) দিয়েছি, যা (নামাযের ভেতর ও বাইরে) বারবার পঠিত হয়- আরও দিয়েছি (জীবন বিধান হিসেবে) মহান (গ্রন্থ) কোরআন।
And We (Allah is one and only) have certainly given you, [O Muhammad], seven of the often repeated [verses] and the great Qur’an.
উপরের আয়াতে مَثَانِي বা ‘মাছানি’ বলতে এমন একটি গ্রুপের ইঙ্গিত বহন যেখানে গানিতিক ছন্দের পুনরাবৃত্তি হচ্ছে এবং এই গ্রুপের একটি সদস্য হল ৭। আর এই গ্রুপটিই হল মৌলিক সংখ্যার গ্রুপ।
যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কি এত গণিত করে গনিতজ্ঞ হয়ে তারপর এই কোরআন রচনা করেছেন? নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বানী।
‘মাছানি’ শব্দটি কোরআনে আরও একটি স্থানে এসেছে। কোরআনে (৩৯:২৩) আছে,
অর্থঃ আল্লাহ সর্বোৎকৃষ্ট বানী নাজিল করেছেন, তা এমন (উৎকৃষ্ট) কেতাব যার প্রতিটি বানী পরষ্পরের সাথে সামঞ্জস্যশীল, অভিন্ন (যেখানের আল্লাহর ওয়াদা গুলো এবং গানিতিক ছন্দ বার বার পেশ করা হয়েছে এবং তারা ফিরে ফিরে আসে)…
Allah has sent down the best statement: a consistent Book wherein is reiteration. The skins shiver therefrom of those who fear their Lord; then their skins and their hearts relax at the remembrance of Allah. That is the guidance of Allah by which He guides whom He wills. And one whom Allah leaves astray – for him there is no guide.
এখানেও مَثَانِي বা ‘মাছানি’ শব্দটি শুধু সুরা ফাতিহা নয় বরং সমগ্র কোরআনের জন্যই ব্যবহৃত হয়েছে অর্থাৎ সম্পুর্ন কোরআনের মধ্যেই মৌলিক সংখ্যার মাধ্যমে বিভিন্ন গানিতিক ছন্দের উপস্থিতি রয়েছে যা মৌলিক সংখ্যার গ্রুপকে পরক্ষভাবে নির্দেশ করে এবং ঐ গ্রুপের একটি সদস্য হল ৭।
শুধু তাই নয়, কোরআনে মোট ৩২৬১৫৯ টি অক্ষর আছে এবং এটিও একটি মৌলিক সংখ্যা।
যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কি একজন গনিতবিদ ছিলেন যিনি গবেষনা করে তারপর এই কোরআন রচনা করেছেন? নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বানী।
Source: www.miracles-of-quran.com