পৃথিবীর সবচেয়ে নিচু অঞ্চল (Lowest point of the World)

Lowest point of the World

পৃথিবীর সবচেয়ে নিচু অঞ্চল (Lowest point of the World):

পৃথিবীর সবচেয়ে নিচু অঞ্চল (Lowest point of the World): রোমানদের সাথে একবার পারস্যের যুদ্ধ হয়েছিল। যুদ্ধে রোমানরা পরাজিত হয়েছিল। ঠিক তৎকালীন সময়ে কোরআনে ভবিষ্যৎ বাণী করা হয়েছিল যে রোমানরা যুদ্ধে আবার জয়ী হবে। এবং পরবর্তীতে ঠিকই তারা খুব অল্প সময়ের মধ্যেই সত্যিই জয়ী হয়েছিল। শুধু কি এটুকুই? ঐ যুদ্ধ যেই মৃত সাগরের কাছাকাছি একটি স্থানে হয়েছিল; সেই অঞ্চলটিই পৃথিবীর সবথেকে নিচু অঞ্চল যা আমরা মাত্র একশ বছর আগে জানতে পেরেছি।

অথচ আজ থেকে প্রায় ১৪৫০ বছর আগে ঐ নিন্মাঞ্চলের কথা কোরআনে উল্লেখ আছে। কোরআনে (৩০:২-৩) আছে,

٢  غُلِبَتِ الرُّومُ

٣  فِي أَدْنَى الْأَرْضِ وَهُمْ مِنْ بَعْدِ غَلَبِهِمْ سَيَغْلِبُونَ

অর্থঃ রোম (জাতি) পরাজিত হয়ে গেছে। (পরাজিত হয়েছে) ভূমণ্ডলের সবচাইতে নিচু অঞ্চলে, তাদের এ পরাজয়ের পর অচিরেই তারা (আবার) বিজয় লাভ করবে।

The Byzantines have been defeated. IN the nearest (lowest) land. But they, after their defeat, will overcome.

উপরের আয়াতে أَدْنَى বা ‘আদনা’ শব্দের দুইটি অর্থ। একটি হল সবথেকে নিকটবর্তী আর অন্যটি সব থেকে নিচু অঞ্চল। আজকের বিজ্ঞান আমাদের বলছে মৃত সাগরের নিকটবর্তী ঐ অঞ্চলটিই পৃথিবীর সবচেয়ে নিচু অঞ্চল।

যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কি একজন গণক যিনি ভবিষ্যৎ জানতেন যে, রোমানরা জয়ী হবে অথবা তিনি কি একজন ভূতত্ত্ববিদ ছিলেন যিনি পৃথিবীর সকল নিচু স্থানগুলো মেপে মৃত সাগরকে সবথেকে নিচু স্থান বলেছিলেন এবং এই ব্যবস্থা নিয়ে গবেষনা করে তারপর এই কোরআন রচনা করেছেন? নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বানী।

Source: www.miracles-of-quran.com

পৃথিবীর সবচেয়ে নিচু অঞ্চল (Lowest point of the World)

Author: moq@2020@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *