পাহাড়ের ভিন্ন ভিন্ন রঙ (Various colour of Mountains):
ভিন্ন ভিন্ন খনিজের রঙ ভিন্ন ভিন্ন। কিন্তু একই পর্বতমালার ভিন্ন ভিন্ন অংশে ভিন্ন ভিন্ন রঙ সব জায়গায় পাওয়া যায় না। আরবের মরুভুমিতে এধরনর কোন পর্বত ছিলনা। নিচের ছবিটি পেরু থেকে তোলা হয়েছে।
কিন্তু আজ থেকে প্রায় ১৪৫০ বছর আগেই কোরআনে পাহাড়ের ভিন্ন ভিন্ন রঙ সম্পর্কে উল্লেখ করা হয়েছে। কোরআনে (৩৫:২৭) আছে,
٢٧ أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ أَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ ثَمَرَاتٍ مُخْتَلِفًا أَلْوَانُهَا ۚ وَمِنَ الْجِبَالِ جُدَدٌ بِيضٌ وَحُمْرٌ مُخْتَلِفٌ أَلْوَانُهَا وَغَرَابِيبُ سُودٌ
অর্থঃ হে (মানুষ,) তুমি কি (এ বিষয়টি কখনও) চিন্তা করোনা, আল্লাহ (কিভাবে) আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর এ (পানি) দ্বারা আমি (জমিনের বুকে) রঙবেরঙয়ের ফলমূল উৎগত করি, (এখানে) পাহাড় সমূহও রয়েছে (নানা রঙের, কোনটা) সাদা (আবার কোনটা লাল), এর রঙ ও আবার বিচিত্র রকমের, কোনটা (সাদাও নয়, লালও নয়, বরং) নিকষ কালো।
Do you not see that Allah sends down rain from the sky, and We (Allah is one and only) produce thereby fruits of varying colors? And in the mountains are tracts, white and red of varying shades and [some] extremely black.
যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কি একজন ভূত্বত্তবিদ এবং পাহাড় গবেষক ছিলেন যিনি পৃথিবীর সকল পাহাড়ের উপর তৎকালীন সময়ে গবেষনা করে তারপর এই কোরআন রচনা করেছেন? নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বানী।
Source: www.miracles-of-quran.com