দিক নির্নয় (Finding Direction):
ইতিহাসে মানচিত্র ও দিক নির্নয়ের জন্য বিজ্ঞানীরা বিভিন্ন রকমের পদ্ধতি ব্যবহার করেছেন। কেউ উপরের দিকে উত্তর আর নিচে দক্ষিণ, আবার কেউ নিচের দিকে উত্তর কিন্তু উপরে দক্ষিণ ব্যবহার করেছেন। তবে অবাক হবার বিষয় হল কাবা ঘরের অবস্থান মানচিত্রে উভয় ক্ষেত্রেই প্রায় অপরিবির্তিত থাকে। ভিন্ন ভিন্ন পদ্ধতি ভিন্ন ভিন্ন দিক নির্দেশ করে। নিচে একটি পুরনো মানচিত্র এবং একটি পুরনো দিক নির্নয়ের যন্ত্রের চিত্র দেয়া হল।
দিক নির্নয়ের পুরনো অনেক পদ্ধতিই হারিয়ে গেছে। বর্তমানে আমরা যে পদ্ধতি ব্যবহার করি তার উপরের দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ, ডানে পূর্ব এবং বামে পশ্চিম। যার অর্থ হল, আপনি উত্তরমুখী হয়ে যদি দাড়িয়ে থাকেন তাহলে আপনার ডানে সূর্য উঠবে, বামে সূর্য ডুববে, আপনার সামনের দিক হল উত্তর এবং পেছনের দিক হল দক্ষিণ।
প্রায় ১৪৫০ বছর আগে এই ধারণাটি পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। কোরআনে (১৮:১৭) আছে,
١٧ وَتَرَى الشَّمْسَ إِذَا طَلَعَتْ تَزَاوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْيَمِينِ وَإِذَا غَرَبَتْ تَقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِي فَجْوَةٍ مِنْهُ ۚ ذَٰلِكَ مِنْ آيَاتِ اللَّهِ ۗ مَنْ يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِ ۖ وَمَنْ يُضْلِلْ فَلَنْ تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا
অর্থঃ (হে নবী,) তুমি যদি (সে গুহা দেখতে, তাহলে) দেখতে, তারা তার (মধ্যবর্তী) এক প্রশস্ত চত্তরে অবস্থান করছে,সুর্য (তার) উদয়কালে তাদের গুহার দক্ষিণ পাশ দিয়ে হেলে যাচ্ছে, আবার যখন তা অস্ত যায় তখন তা গুহার বাম পাশ দিয়ে অতিক্রম করে (সুর্যের প্রখরতা কখনও তাদের কষ্টের কারন হয়না); আসলে এ সবই হচ্ছে আল্লাহর (কুদরতের) নিদর্শন, এ সব নিদর্শনের মাধ্যমে আল্লাহ যাকে হেদায়েত দান করেন সেই হেদায়েত প্রাপ্ত হয়, আর (যাকে) তিনি গোমরাহ করেন সে কখনও কোন পথ প্রদর্শনকারী ও অভিভাবক পেতে পারেনা।
And [had you been present], you would see the sun when it rose, inclining away from their cave on the right, and when it set, passing away from them on the left, while they were [laying] within an open space thereof. That was from the signs of Allah. He whom Allah guides is the [rightly] guided, but he whom He leaves astray – never will you find for him a protecting guide.
যদি সূর্য আপনার ডানে উঠে এবং আপনার বামে অস্ত যায় তাহলে অবশ্যই আপনার সামনের দিক হবে উত্তর এবং পিছনের দিক হবে দক্ষিণ।
যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কি একজন দিকনির্নয়বিদ ছিলেন যিনি পৃথিবীর সকল বিজ্ঞানীদের দিক নির্নয় ব্যবস্থা নিয়ে গবেষনা করে তারপর এই কোরআন রচনা করেছেন? নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বানী।
Source: www.miracles-of-quran.com