
মাটি ফেটে যাওয়া (Fault Lines)
পৃথিবীর ভিতরে আছে গলিত লাভা। আর তাকেই মুড়িয়ে রেখেছে শক্ত ভূত্বক। এই ভুত্বকগুলো অনেকগুলো প্লেটে বিভক্ত। এই প্লেটগুলোকে টেকটোনিক প্লেট বলে। এই প্লেটগুলো অনেকসময় একটি অন্যটির উপর দিয়ে উঠে যেতে চায়। ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। ভুত্বকের বিভিন্ন স্থানে এরকম ফাটল দেখা যায়। এদের ফাটল বলে। কোরআনে (৮৬:১২) এ বিষয়ে উল্লেখ করা হয়েছে,
١٢ وَالْأَرْضِ ذَاتِ الصَّدْعِ
অর্থঃ ফেটে যাওয়া যমীনের শপথ।
And the Earth that has faults.
উপরের আয়াতে ‘সাদউন’ অর্থ হল ফাটল। পৃথিবীর ভুত্বকের উপরিভাগে যেমন ফাটল পাওয়া যায় তেমনি ভুতকের ভিতরেও ফাটল আছে।
যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন তাদের কাছে প্রশ্ন তিনি কিভাবে মুরুভুমির দেশে থেকেও ভুত্বকের ভিতরের এইসব ফাটলের কথা জানলেন? তিনি কি এ বিষয়ের উপর গবেষণা করে তারপর এই কোরআন রচনা করেছিলেন? নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বানী।