মাটির নিন্মমুখী পতনে গভীর গর্ত (Skinholes)

sinkhole

মাটির নিন্মমুখী পতনে গভীর গর্ত (Skinholes)

ভূমিতে বিভিন্ন কারণে গর্ত সৃষ্টি হয়। প্রাকৃতিক ভাবে প্রচণ্ড বৃষ্টির ফলে মাটি নরম হয়ে নিচের দিকে চলে যেতে পারে। আবার মানুষ কৃত্রিমভাবেও গভীর গর্ত সৃষ্টি করতে পারে। অনেক সময় মাটির নিচে শূন্যস্থান থাকে। দীর্ঘদিন ধরে মাটি নরম হয়ে হঠাৎ করে তা নিচের সে শূন্যস্থান পূরণ করে, ফলে মাটির নিন্মমুখী পতনে গভীর গর্তের সৃষ্টি হয়। পরবর্তীতে তা পানি দিয়ে ভরে যায় এবং ডোবায় পরিণত হয়। আরও নানা কারণে নানা ভাবে এ ধরণের গর্ত হতে পারে। এ ধরণের গভীর গর্ত ধীরে ধীরেও তৈরী হতে পারে, আবার হঠাৎ করেও তৈরী হতে পারে। হঠাৎ করেও যে মাটির নিন্মমুখী পতনে গভীর গর্তের সৃষ্টি হতে পারে তা কোরআনে (২৮:৮১) উল্লেখ করা হয়েছে।

فَخَسَفْنَا بِهِ وَبِدَارِهِ الْأَرْضَ فَمَا كَانَ لَهُ مِنْ فِئَةٍ يَنْصُرُونَهُ مِنْ دُونِ اللَّهِ وَمَا كَانَ مِنَ الْمُنْتَصِرِينَ (81)

অর্থঃ পরিশেষে আমি তাকে এবং তার ঐশ্বর্যে ভরা প্রাসাদকে জমিনে গেড়ে দিলাম

And We (Allah is one and only) caused the earth to swallow him and his home. And there was for him no company to aid him other than Allah, nor was he of those who [could] defend themselves.

উপরের আয়াতে প্রাসাদকে জমিনে গেড়ে দেয়ার কথা বলা হয়েছে। মাটির নিন্মমুখী পতনের সময় ভুমির উপরে যা থাকে তাও নিচে চলে যায়। এভাবে প্রাসাদও জমিনের নিচে চলে গিয়েছিল। আল্লাহর হুকুমেই তা হয়েছিল।

যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন তাদের কাছে প্রশ্ন তিনি কিভাবে জানলেন মাটির নিন্মমুখী পতনে গভীর গর্ত তৈরী হয়, যা পরক্ষোভাবে এই আয়াতে উল্লেখ করা হয়েছে?তিনি কি এ বিষয়ের উপর গবেষণা করে এই কোরআন রচনা করেছিলেন? নাউযুবিল্লাহ কোরআন আল্লাহর বানী।

Author: moq@2020@

Leave a Reply

Your email address will not be published.