
সান্দ্রতা (Viscosity):
তরল পদার্থের অভ্যন্তরীণ ঘর্ষণের ফলে প্রবাহে (বয়ে যেতে) বাধা দেবার প্রবণতাকে সান্দ্রতা বলা হয়। আপনারা হয়ত খেয়াল করবেন বোতল থেকে পানি খুব দ্রুত বের হতে পারে কিন্তু ঐ একই বোতল থেকে মধু বের হতে সময় বেশি লাগে। সান্দ্রতার কারণেই এমনটি হয়। তরলের এই সান্দ্রতা নামক গুণাবলীর কথা পরোক্ষভাবে কোরআনে উল্লেখ করা হয়েছে প্রায় ১৪৫০ বছর আগে। কোরআনে এলোমেলো ভাবেও সান্দ্রতার কথা উল্লেখ থাকতে পারত। যেমন হয়ত মধুর কথা আগে আর পানির কথা পরে কিংবা তারপর মদের আগে এবং দুধের কথা পরে। কিন্তু কোরআনে একদম সঠিক ধারাবাহিকতায় (সঠিক সিরিয়ালে) পানি, দুধ, মদ এবং মধুর কথা উল্লেখ আছে। পানি, দুধ, মদ এবং মধুর সান্দ্রতা যথাক্রমে ১.০০, ২.১২, ৩.৮৪ এবং ২০০০। ভাল করে লক্ষ্য করলে দেখবেন সংখ্যাগুলো ছোট থেকে বড়র দিকে যাচ্ছে ধারাবাহিকতা (সিরিয়াল) ঠিক রেখে। কোরআনে (৪৭:১৫) আছে,
١٥ مَثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ ۖ فِيهَا أَنْهَارٌ مِنْ مَاءٍ غَيْرِ آسِنٍ وَأَنْهَارٌ مِنْ لَبَنٍ لَمْ يَتَغَيَّرْ طَعْمُهُ وَأَنْهَارٌ مِنْ خَمْرٍ لَذَّةٍ لِلشَّارِبِينَ وَأَنْهَارٌ مِنْ عَسَلٍ مُصَفًّى ۖ وَلَهُمْ فِيهَا مِنْ كُلِّ الثَّمَرَاتِ وَمَغْفِرَةٌ مِنْ رَبِّهِمْ ۖ كَمَنْ هُوَ خَالِدٌ فِي النَّارِ وَسُقُوا مَاءً حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءَهُمْ
অর্থঃ আল্লাহকে যারা ভয় করে তাদের যে জান্নাতের ওয়াদা করা হয়েছে; সেখানে নির্মল পানির ফোয়ারা রয়েছে, রয়েছে দুধের এমন কিছু ঝর্ণাধারা, যার স্বাদ কখনও পরিবর্তিত হয়না, রয়েছে পানকারীদের জন্য মদের (সুপেয়) নহরসমূহ, রয়েছে বিশুদ্ধ মধুর ঝর্ণাধারা…
Is the description of Paradise, which the righteous are promised, wherein are rivers of water unaltered, rivers of milk the taste of which never changes, rivers of wine delicious to those who drink, and rivers of purified honey, in which they will have from all [kinds of] fruits and forgiveness from their Lord, like [that of] those who abide eternally in the Fire and are given to drink scalding water that will sever their intestines?
যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কি তরলের সান্দ্রতার এবং রসায়নের উপর একজন বিজ্ঞানী ছিলেন যিনি কোরআন লিখার সময় এতই সাবধানী ছিলেন যে পানি, দুধ, মদ এবং মধুর সান্দ্রতার ধারাবাহিকতাও মিলে গেল এবং তারা কি বলতে চায় হযরত মুহাম্মদ (সঃ) এই ব্যবস্থা নিয়ে গবেষনা করে তারপর এই কোরআন রচনা করেছেন? নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বাণী।
Source: www.miracles-of-quran.com
সান্দ্রতা (Viscosity)